লন্ডনের আইকনিক বিগ ব্যান্ড টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন এক ব্যক্তি। বিখ্যাত এলিজাবেথ টাওয়ার বেয়ে উঠে প্রতিবাদ জানালেন টানা ১৬ ঘন্টা। শনিবার সকালে ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফায়া হাতে টাওয়ার বেয়ে ওঠা শুরু করেন তিনি। জুতা খুলে ফেলায় রক্তাক্ত হয়ে পড়ে তার পা।
সেই অবস্থা তো ফিলিস্তিনের মুক্তির দাবিতে ইসরাইল বিরোধী স্লোগান দিতে থাকেন তিনি। পতাকায় লেখা ছিল বয়কট ইসরাইল।তাকে নামানোর জন্য ক্রেন নিয়ে অভিযান শুরু করে জরুরী বিভাগ। কিন্তু কাউকে কাছে ঘেষতে দিচ্ছিলেন না তিনি। কাছাকাছি এলে আরো উপরে ওঠার হুমকিও দেন তিনি।
১৬ ঘণ্টা পর নিচে নামিয়ে আটক করা হয় তাকে। এ ঘটনার জেরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং ব্রিটিশ পার্লামেন্ট ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।