শিরোনাম:
বগুড়া সরকারি পলিটেকনিকের মূল গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় টিসিবির পণ্য এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয়েছে গাজায় ইসরাইলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন ধুত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আদেশ দিয়েছেন ইজরাইলের বিরোধীদলীয় নেতা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পুরুষসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লাবাড়ি ও ফকির হাটির লোকজনদের মধ্যে কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে।

পুলিশ জানায়, চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের তারাউল্লা মাঠে শনিবার ফুটবল খেলায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে একই গ্রামের মোল্লাবাড়ীর আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এই গ্রামেরই মোল্লাবাড়ির আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে পরদিন সন্ধ্যায় আকাশকে মারধর করে বাবুলের সমর্থকরা। তারপর থেকেই ছড়ায় উত্তেজনা।

দুপুর থেকে বিকেল পর্যন্ত লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষই সংঘাতে জড়ায়। সংঘর্ষের পর উভয় পক্ষের বাড়ীতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ