রাজধানীর হাবিবুল্লা বাহার কলেজের উপাধ্যক্ষকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উনার নাম মোঃ সাইফুর রহমান ভূঁইয়া। তিনি কলেজটির গণিতবিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
সোমবার ভোরে রাজধানীর উত্তরার তার ভাড়া বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।