চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। সোমবার সকালে দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের সংঘর্ষ ঘটে। নিহত ট্রাক চালক রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া ড্রাইভার-হেলপারদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সাদ্দাম।