লালমনিরহাটে চাঞ্চল্যকর হাসিনা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ, সেইসাথে গ্রেফতার করা হয়েছে আসামিকে। সোমবার দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, হাসিনাকে তার স্বামী হত্যা করে। আরেক বউ মেহেরুনকে খুশি করতে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা এবং কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য পেতে, আসামির রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
গ্রেফতার আশরাফুল ইসলাম (৫৯) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক। আর খুন হওয়া হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। প্রায় ২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল।
এর আগে গত বুধবার দুপুরে, লালমনিরহাটের ফুলগাছ এলাকার একটি ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ।