প্রায় ৭ ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক ছেড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এতে বনানী সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে দাবি মানার আশ্বাসে সড়ক ছাড়েন তারা।
এর আগে ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই নারীর সহকর্মীরা। একপর্যায়ে ঘটনার প্রতিবাদে বনানীর দুই পাশের সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এর আগে সোমবার ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামের ওই পোশাক শ্রমিক নিহত হন। একই দুর্ঘটনায় সুমাইয়া আক্তার নামে তার এক সহকর্মী আহত হয়। এরপর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সময় গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রাখেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়েতেই আটকা পড়ে।