নেত্রকোনায় খালিয়াজুরিতে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ধনো নদী নিখোঁজ হওয়া তিন মাছ শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নদের নাউটানা এলাকা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় গোবিন্দপুর গ্রামের ইয়াছিন মিয়া এখনো নিখোঁজ রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলার সহস্রাধিক মাছ শিকারি পলো এবং লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। মাছ শিকারিরা নদ পার হতে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের নৌকায় ধনু নদ পাড়ি দিতে বাধা দেন। এর জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারি প্রাণ বাঁচাতে ধুন নদে ঝাঁপ দেন। এ সময় তাদের মধ্যে চারজন নিখোঁজ হন।
তারা আরও জানান, সোমবার বিকেল তিনটার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন।