বগুড়ার শেরপুরে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)।
জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতলা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তারা মহাসড়কে পড়ে যান। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাঈম এবং আহত হন সুমন ও রিফাত। তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়।