চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লোকনাথপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. রিন্টু (৩০)। তিনি ওই গ্রামের মোছেক আলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন রিন্টু। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুৎ সমিতির সংযোগ লাইনের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।