বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ফেনীতে অবৈধ বালু উত্তোলন এর দায়ে ছয়জনের কারাদণ্ড

প্রতিনিধির / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সোনাগাজী অংশে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়ার লস্করপুর এলাকার ইমরান ও রাকিবুল, নোয়াখালীর কবিরহাট রামেশপুর এলাকার সাইফুল ও নারায়নগঞ্জ রূপগজ্ঞের দেওয়ান দেলোয়ার, নোয়াখালী বেগমগঞ্জ কালিকাপুর এলাকার রবিন ও লক্ষীপুর জেলার রামগতি জমিদারহাট এলাকার সজীব।

জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত এবং নদীর তীরে ভাঙনের সৃষ্টি করায় বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ এর অধীনে আদালত তাৎক্ষণিক ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ