শিরোনাম:
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম নির্বাচন দেরি হলে দেশে ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র সৃষ্টি হবে বলে মনে করেন গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইস্তাম্বুলে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ইয়েমেনে তিনজনের মৃত্যু ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ কৃষকের অধিকার আদায়ের ১০ দফা দাবিতে লংমার্চ করছে কৃষক ঐক্য পরিষদ চরভদ্রাসনে পদ্মার ঘাট দখলে নিতে মরিয়া বিএনপি নেতা ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার এপ্রিল মাসের প্রথম ১৬ দিনে দেশের ৮টি ব্যাংকে কোন রেমিটেন্স আসেনি ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু স্ত্রী আহত
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সভা ডেকে ঘুষের পরিমাণ কত রাখা হবে তা জানিয়েছে

প্রতিনিধির / ৫৪ বার
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঘুষের পরিমাণ সহনীয় রাখার সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। তাদের দাবি হয়রানি থেকে রক্ষা পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

গত ৬ মার্চ দুপুর ২টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে আলহাজ্ব অ্যাড. সুলতান হোসেন মিয়া সভাকক্ষে আইনজীবীদের সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সব সদস্যের অংশগ্রহণে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

কোন কাজের জন্য পিয়ন কে কত টাকা দিতে হবে সিদ্ধান্ত পত্রে তা উল্লেখ করা হয়। এতে বলা হয় সিআর ফাইলিং ১০০ টাকা, যেকোনো দরখাস্তে জিয়ার করতে ১০০ টাকা।

জামিননামা দাখিলে মামলা প্রতি ১০০ থেকে ২০০ টাকা, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দিতে হবে।

এদিকে, সাধারণ মানুষ এটির মাধ্যমে ঘুষকে অফিসিয়ালি বৈধতা দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। যেখানে আদালতে ঘুষ দেয়া বা নেওয়ার কোনো নিয়ম নেই। এ নিয়ে বিভিন্নজন ফেসবুকে মন্তব্য করে পোস্ট করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ