নরসিংদীতে বন্ধুদের নিয়ে শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একজনের নাম মিহাদ ইসলাম বয়স ১৮ এবং আরেকজন আসাদুজ্জামান আসাদ বয়স ১৭। শুক্রবার বিকেলে জেলার পলাশ উপজেলা ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষা নদীতে নিখোঁজ হয় দুই বন্ধু। পরে ফায়ার সার্ভিসের সাহায্যে তাদের মরদেহ উদ্ধার করে।
গতকাল শুক্রবার বিকেলে চার বন্ধু মিলে ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তাদের কোন খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
শুক্রবার অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে অপর কিশোর আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাতার না জানা ওই দুই কিশোর গোসলের একপর্যায়ে গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, এ ঘটনার জেরে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।