আট বছরের একটি শিশু নিরাপত্তা দিতে না পারা জাতির জন্য লজ্জার। নৈতিক শিক্ষার অভাবের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামাত ইসলামে আমির ডঃ শফিকুল ইসলাম। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন এক দেশ চাই যেখানে কেউ নির্যাতনের শিকার হবে না। সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে। এ সময় কুরআনের আলোকে মানবিক বাংলাদেশ গঠনের কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকবেই। এর মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এই মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। দেশপ্রেমিকরাই বুলেটের সামনে দাঁড়িয়ে এই দেশকে রক্ষা করেছে। আর যারা দেশকে ভালোবাসেনা তারা পালিয়ে গেছে।