বরিশালের শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে সুজন নামের এক অটোচালক গণপিটুনিতে নিহত হয়েছে। তার বয়স ২৪ বছর। শনিবার সন্ধ্যায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ল্ডের জিয়ানগরে সুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। করে রাত ৯ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত সুজনগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল শুক্রবার দুপুরে পাশের বাসার এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় আজ দুপুরে ভুক্তভোগী শিশুর মা বরিশালের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় অভিযুক্ত অটোচালককে এলাকায় পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। এদিকে ভুক্তভোগী শিশুটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।