ফিলিস্তিনের পক্ষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করা আরো এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ভারতীয় এক ছাত্রীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয় ইমিগ্রেশন এন্ড কাস্টমস এন্ডফোর্সমেন্ট এর এজেন্টরা লেখা কর্ডিয়াকে নির্বাসনের জন্য গ্রেফতার করেছে।
ট্রাম্প প্রশাসন বারবার হামাসের সমর্থনে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকে বিশৃঙ্খলা হিসেবে বর্ণনা করেছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে “সন্ত্রাসীদের” সমর্থন করার অভিযোগও করেছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ফিলিস্তিনি ছাত্রকে নির্বাসনের জন্য আইসিই হেফাজতে নেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কর্দিয়াকে গ্রেপ্তার করা হলো। নাগরিক স্বাধীনতার পক্ষে লড়াই করা ব্যক্তিরা বলছেন, এই গ্রেপ্তারের অর্থ বাকস্বাধীনতার অধিকারকে দমিয়ে ফেলা। এর আগে গ্রেপ্তার হওয়া খলিলের আইনজীবী অভিযোগ করেছেন, আইনি পরামর্শের অধিকার লঙ্ঘন করা হয়েছে। তার মক্কেলের সাথে ব্যক্তিগতভাবে আইনজীবীর যোগাযোগ করতে দেয়া হয়নি।