শিরোনাম:
বগুড়া সরকারি পলিটেকনিকের মূল গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে কুয়েটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন গাইবান্ধায় টিসিবির পণ্য এক ব্যবসায়ীর গোডাউন থেকে জব্দ করা হয়েছে গাজায় ইসরাইলি হামলা বন্ধের উপায় জানালেন মার্কিন ধুত হামাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুতিন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আদেশ দিয়েছেন ইজরাইলের বিরোধীদলীয় নেতা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশে
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

রাতারাতি হারিয়ে গেল জাম্বিয়ার কাফুয়ে নদী

প্রতিনিধির / ৫০ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

জাম্বিয়ার মানচিত্র থেকে হারিয়ে আস্ত একটা নদী। ভাবতে অবাক হলেও বাস্তবেই ঘটেছে এই ঘটনা। দেশটির বাণিজ্যিক নগরী কিপওয়ায় কোপার নদীর বাঁধ ভেঙে কাফূযে নদীতে ছড়িয়ে পরে বিষাক্ত বর্জ্য। নিমিষেই শুকিয়ে যায় নদীর পানি।

গত ১৮ ফেব্রুয়ারি, চিনা মালিকানাধীন একটি কপার খনির ড্যাম ধসে পড়ে। এতে থাকা প্রায় ৫০ মিলিয়ন লিটার অ্যাসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু মিশে যায় খনির পাশ দিয়ে বয়ে যাওয়া কাফুয়ে নদীতে।

টেইলিং অ্যান্ড মাইন প্রকৌশলী হলি পলা বলেন, কিছু বুঝে উঠার আগেই সর্বনাশ হয়ে গেছে। ৩০ মিনিটের মাঝে পুরো ড্যাম ধসে বিষাক্ত এসিড নদীর পানির সাথে মিশে যায়। এটা ছিলো একটা দুঃস্বপ্নের মতো।

এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাফুয়ে নদী তীরবর্তী বাসিন্দারা। কৃষিকাজ, মাছ ধরার সাথে জড়িত কৃষকরা এখন শুধু হা-হুতাশ করছেন। দূষণের ফলে ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ। নষ্ট হয়ে গেছে ভূট্টা এবং চীনা বাদামের ক্ষেত।

পরিবেশবিদ চিলেকওয়া মাম্বা বলেন, এটা পরিবেশগত বিপর্যয়। খনির বিষাক্ত এসিড নদীর পানির সাথে মিশে যাওয়ায় তীরবর্তী হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষাক্ত বর্জ্য মাটির সাথে মেশায় নষ্ট হয়েছে কৃষকের ফসল, মারা গেছে জেলেদের লাখ টাকার মাছ। শুধু তারাই না বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জীবনও সংকটাপন্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ