ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাক্ষাতের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার। শনিবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ভিডিও কলে যুক্তরাজ্য ও ইউক্রেন ছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এসময় রাশিয়ার সাথে শান্তিচুক্তিতে গেলে ইউক্রেনকে নিরাপত্তা প্রদানের ব্যাপারে দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান জেলেনস্কি। এক্ষেত্রে ইচ্ছুক দেশগুলোর একটি জোট ইউক্রেনকে স্থল, সমুদ্র ও আকাশসীমায় নিরাপত্তা দিতে সাহায্য করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
অপরদিকে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা বজায় রাখলেই চলবে না বরং তা ক্রমাগত শক্তিশালী করতে হবে।