যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, মেয়েটি আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল মোড়ে নামেন। সেখানে আসামিদের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই সূত্রে ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামে জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, অভিযুক্তরা ভিকটিম তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচু বাগানে নিয়ে যায় এবং দলবদ্ধ ধর্ষণ করে। পরে খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। ভিকটিম তরুণী বর্তমানে ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে।