তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মেহের আলী নামের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তার বয়স ৫৭ বছর। রবিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার গগুন্ডা ইউনিয়নের কাশিরছার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মেহের আলী একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
রোববার সকালে ওই ছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় পাশে তামাক ক্ষেতে কাজ করতে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে তামাক ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বৃদ্ধ মেহেরকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেন। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।