ফেনীতে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল নোবেল। রবিবার দুপুরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।
আটক নোবেল শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। তিনি ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। রোববার দুপুরে পরীক্ষা দিতে এলে তাকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।