রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস এর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী শনিবার দুপুর আড়াইটার দিকে একটি ট্রেন ওয়াশপিটে পরিষ্কারের জন্য প্রবেশ করছিল আরেকটি ট্রেন ওয়াশপিট থেকে বের হওয়ার সময় সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে ঘটনাস্থল স্টেশন এলাকায় হওয়ায় বিকল্প লাইন চালু থাকায় ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
এদিক লাইনচ্যুত বগিগুলো যাত্রীবিহীন থাকায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ক্রেন পদ্মা এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।