গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বললেন এমন কেউ কেউ চেতনার কথা শেখাচ্ছেন যারা আন্দোলনের আশেপাশেও ছিলেন না। রবিবার বিকেলে রাজধানীর শান্তিনগরে রেস্টুরেন্টে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন ৭১ এর মুক্তিযুদ্ধের মালিকানাও একটি বিশেষ দল নিজেদের করে নিয়েছিল। যার ফল তারা ভোগ করছে। অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের মানুষ খুন, হত্যা, লাঞ্ছনার শিকার হচ্ছে, আমরা এভাবে দেশকে কারও হাতে ছেড়ে দিতে পারি না। দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এ ছাড়াও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।