বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহিদ, গুম ও খুনের ঘটনার বিচার করতে হবে।
রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহিদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহিদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, সে ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, শহিদ পরিবার এবং গুম-খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।