কুমিল্লা লাকসামে একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ রবিবারের ঘটনায় নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ আলী বয়স ২৫,মোঃ মাসুদ বয়স ২৩, মোঃ মনির হোসেন হৃদয় বয়স ২৩, আল আমিন হোসেন বয়স ২৩, এবং মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার বয়স ৪০।
নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত বৃহস্পতিবার (১৩ মার্চ) লাকসামে তার নানা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার (১৪ মার্চ) ওই দম্পতি বাড়ি ফেরার উদ্দেশ্যে লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। এ সময় মাসুদের সঙ্গে গ্রেফতার হওয়া অন্য অভিযুক্তরা যোগ দেন।
পরবর্তীতে অটোরিকশা চালক মাসুদ ও অন্যরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে ফেলে রেখে ভিকটিমকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মো. মাসুদ ও মো. আলী তাকে ধর্ষণ করে। বাড়িটি ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্ষুব্ধ জনতা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে সেখানে কেউ বসবাস করতো না।