মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণে অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপযুক্ত অভিযুক্ত বিষাদ সেখ নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার বয়স ৭৫ বছর। সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন জানান, ১০ বছরের শিশুটি কিসামত আলী কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টা জমিতে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ