চাঁদপুরের শাহরাস্তিতে নিজ বাড়ি ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩৫ বছর। সোমবার রাতে শাহরাস্তি উপজেলার পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীরের বাবার নাম শহিদুল ইসলাম। পুলিশ জানায় শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলম বেলাল জানান, ইফতারের পর হত্যাকাণ্ডের খবর পেয়েছি। আলমগীর এলাকায় মাইকিংয়ের কাজ করতেন। পারিবারিক কোন শত্রুতা নাকি অন্য কোন কারণে এ হত্যা তা জানা যায়নি।
তিনি আরও জানান, আলমগীরকে ভালো হিসেবেই জানি। তিনি অত্যন্ত সহজ সরল। তার কোন শত্রু থাকতে পারে তা আমার জানা নেই।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার জানান, বাড়ির ছাদে গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত সাড়ে ৭টা থেকে পৌনে আটটার মধ্যে এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করা হবে।