মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২১ অপরাহ্ন

জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দেয়ার আহবান জানিয়েছে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন জনগণ মুখ ঘুড়িয়ে নেয়ার আগে নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। সোমবার বিকেলে নাটোরের খাজুরা ইউনিয়নে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় দুলু বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ কারো কথা শুনছে না, মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় নির্বাচন। দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না। দেশের মানুষ সব বোঝে। দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। আলাদা করে আর কোন সংস্কার প্রয়োজন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ