মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসবেন। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন কর্মকর্তা স্টিফ উইটকফ।
ভ্লাদিমির পুতিন ও ভোলদেমির জেলেনস্কি, দু’পক্ষের দাবি দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আমরা যা কিছু ভাবছি, সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি।
তিনি আরও বলেন, আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে।
মস্কো-কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলেও জানান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তুাবে রাজি হয় ইউক্রেন।