মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

সরকারের নতুন প্রকল্পে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ হচ্ছে

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুটির ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে সরকার। যার মাধ্যমে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই ঋণ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ সহায়তা পাবেন।

উৎপাদন, সেবা ও ব্যবসা এই তিন অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা, যাদের জনবল পারিবারিক সদস্যসহ ১০ জনের বেশি নয়, তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই শ্রেণির উদ্যোক্তাদের টার্নওভারের শর্ত রাখা হয়নি। তবে তাদের জমি ও কারখানা ভবন ব্যতীত প্রতিস্থাপন ব্যয়সহ শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য পাঁচ লাখ টাকার কম হতে হবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়া হয়। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমির উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের পরিচালক নওশাদ মুস্তফা, সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ