মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ফুরফুরা শরীফের ইফতারে মমতা

প্রতিনিধির / ৩২ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফুরফুরা শরীফের দাওয়াতে ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার হুগলি জেলার জাঙ্গিপাড়া অবস্থিত ফুরফুরা দরবার শরীফ ভবনের মুসাফির খানায় তিনি ইফতারের অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিল ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মুসলিম ধর্ম গুরুরা।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী হিসেবে এটি মমতার তৃতীয় সফর। এর আগে ২০১২ এবং ২০১৬ সালে ফুরফুরা শরীফ পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে গত দুইদিন ধরেই তাকে নিশানা করে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ছিল– ভোট ব্যাংক গোছাতেই মুখ্যমন্ত্রী ফুরফুরা যাচ্ছেন। উনি প্রতিবার বিধানসভা ভোটের আগে ফুরফুরায় যান। ২০১৬ সালেই গিয়েছিলেন। এখনই ভোট এসেছে, তাই ফের তাকে ফুরফুরায় যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ