মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

ফেনীর পুলিশ কর্মকর্তার রুম থেকে আট লাখ টাকার মালামাল চুরি

প্রতিনিধির / ২২ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফেনী মডেল থানা ট্রাফিক বিভাগের এসআই আমানত উল্লাহর রুম থেকে স্বর্ণা লঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার সকালে মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যের ঘর থেকে এই চুরি হয়।

এ ব্যাপারে এএসআই আমাতুল্লাহ জানান, সকাল সাতটার দিকে ডিউটি করতে বের হন। পরে দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখেন তার রুমে থাকা স্টিলের ট্যাংক ভেঙে নগদ তিন লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি রিং, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ঘরের পেছনের অংশে বেড়া কেটে ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, সাউথ আফ্রিকায় অবস্থানরত ছোট ভাইয়ের রমজান উপলক্ষে যাকাত বাবদ দেয়া টাকা, বিয়ের স্মৃতি চিহ্ন স্ত্রীর স্বর্ণের চেইন ও রিং দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ