আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক খানকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার দিবাগত রাতে রংপুর নগরীর নুরপুর এলাকায় তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রো কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। হেফাজতে নেয়া হয়েছে সফিক খানকে। তার বিরুদ্ধে মাদারীপুরে নিয়মিত মামলার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
গত বছরের ৫ আগস্টে ছাত-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান শফিক খান।