ফরিদপুরের এতিম প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতা এবং সেবা অধিদপ্তরের বিভিন্ন ঋণ কর্মসূচি তহবিল থেকে ১ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৩৫০ টাকা আত্মসাতে অভিযোগে ফরিদপুরের নগরকান্দা সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
প্রথম মামলাটি দায়ের করা হয় ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পযন্ত সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন ঋণ কর্মসূচি তহবিল থেকে ৩৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে।
দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার জন্য ২০২০-২০২১ অর্থ বছরে অবিতরণকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাবদ ৫৮ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাতের অভিযোগে।
তৃতীয় মামলাটি দায়ের করা হয় ২০২২-২৩ অর্থ বছরে দ্বিতীয় কিস্তি জানুয়ারি থেকে জুন ২০২৩ এর এতিমদের জন্য বরাদ্দকৃত টাকা থেকে ২০২৩ সালের ৩০ মার্চ ১২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে।