লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাজরিয়ানা বাজারে বেশ কয়েকটা দোকান ভাঙচুর, লুটপাট ও ব্যাবসায়ীদের উপায় হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ সময় ১৭ টি দোকান লুট করে। ক্যাশ বাক্স ভেঙে টাকাও নিয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর কথা কাটাকাটি হয়। পরে একদল মানুষ লাঠি নিয়ে ব্যবসায়ী মিন্টুর ওপর আক্রমণ করে।
এ ঘটনায় মিন্টুসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।