হন্ডুরাস দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত রোয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্যারিবিয়ান উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৭ জন যাত্রীর মধ্যে ১২ জনই নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
কর্তৃপক্ষ জানায়, ১৪ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে নিয়ে জেটস্ট্রিম এয়ারক্রাফ্ট নামের এ বিমানটি যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরই উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এটি।
খবর পেয়ে উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ। বাকি যাত্রীরা গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ।