মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু জুনুনী এবং তার ৫ জন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (১৭ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।
এরপর আজ মঙ্গলবার তাদের নারায়ণগঞ্জ আদালতে নেয়া হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার সময় সিদ্ধিরগঞ্জের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার দুটি মামলা করে। গ্রেফতারকৃতদের দেশের বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা ছিল বলেও জানায় পুলিশ।