দিনাজপুরের ফুলবাড়ীতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের জোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়ন গ্রামে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, লাকী আক্তার (৩২) এবং তার মেয়ে মরিয়ম (৭)। জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাকীর স্বামী মহরম আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ফুলবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে মা-মেয়ের জোড়া মরদেহ শোয়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল শেষে ময়নাতদন্তে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলাম জানান, প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর লাকীকে নিয়ে সংসার চালাচ্ছিল মহরম আলী। দাম্পত্য কলহ সংক্রান্ত অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় শালিস বিচারের কথা ছিল। এরইমধ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো।