ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানা শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় কারখানা শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে রাস্তা অবরোধ করেন।
সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ গলমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।