কুমিল্লায় পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বের জায়গায় দুই পক্ষের ধস্তাধস্তি ওকিল ঘোষিত কাহারুল মুন্সী নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে তার বয়স ৫৫ বছর। বুধবার রাতে জেলার মুরাদনগর উপজেলার বাংগড়া বাজার থানাধীন চ্যাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাপিতলা গ্রামের মুন্সী বাড়ীর একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে বুধবার কবরস্থানে মাটি দেয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী, জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে ছুটে আসে। এ সময় কাহারুল মুন্সীর সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিল-ঘুষিসহ মারধর করা হয়।
এ সময় কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।