আগে সংস্কার নাকি নির্বাচন এমন দ্বন্দে জাতীয় ঐক্যমত কমিশন বর্তমানে কোন চাপে নেই বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান আলী রিয়াজ।
জাতীয় ঐকমত্য কমিশনের ওপর রাজনৈতিক কোনো চাপ রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে কমিশন সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখতে পাই না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সুপারিশ তুলে ধরা। সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।
দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে।