জামালপুরের ইসলামপুর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণে অভিযোগ উঠেছে। এই অভিযোগে ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বয়স ৫০ বছর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর ডাকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় ফরিদ শিশুটিকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশের একটি দল পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামে থেকে অভিযুক্ত ফরিদকে আটক করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।