মাদারীপুরের রাজইরে গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিল মানব পাচারকারীর বিকাশ বেপারী ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে উল্লাবাড়ি গ্রামে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে ,তবে ঘটনাটি বেশ কয়েকদিন আগেকার, তবে প্রকাশ পেয়েছে আজ বৃহস্পতিবার। এলাকার প্রভাবশালীরা এ ঘটনাটি ধামাচাপা দিতে নির্যাতিত গৃহবধূকে এলাকা ছাড়া করেছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে ক্রমেই বেরিয়ে এসেছে নির্যাতনের ভেতরের বহু কাহিনী। এই ঘটনা এলাকায় চাউর হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়
এলাকাবাসী জানায়, রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের কালিচরন বেপারীর ছেলে মানব পাচারকারি বিকাশ বেপারী ও পার্শ্ববর্তী শ্যামল মন্ডল পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। এক সময় উভয় পরিবারের সদস্যরা কথিত গুরু মিঠুনের কাছে দীক্ষা নেন। সেই সুবাধে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। কথিত গুরু মিথুন বিকাশের কলেজ পড়ুয়া মেয়েকে বশ করে ওই মেয়েকে দিয়ে বিকাশের ঘরে থাকা স্বর্ণলংকার ও প্রায় ৫০ লাখ টাকা নিয়ে শ্যামলের ঘরে রেখে গত ২৮ ফেব্রুয়ারি বিকাশের মেয়ে, শ্যামল ও কথিত গুরু মিঠুন উধাও হয়ে যায়। এ ঘটনা টের পেয়ে বিকাশ বেপারী ১ মার্চ রাজৈর থানায় একটি সাধারণ ডায়ারি করে। এরপর বিকাশ ও তার লোকজন সন্দেহবশত শ্যামলের স্ত্রী সোনালী মন্ডলকে ধরে এনে আটকে রেখে বেধড়ক মারধর শেষে ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়। নির্যাতনের এক পর্যায়ে সোনালী টাকা ও স্বর্ণলংকার তার ঘরে রয়েছে বলে স্বীকার করে এবং নিজ ঘর থেকে ওই টাকা ও স্বর্ণলংকার বের করে দেয়। এরপর বিকাশ ও তার লোকজন সোনালীকে এলাকা ছেড়ে চলে যেতে ভয়ভীতি প্রদর্শন করলে সে লাপাত্তা হয়ে যায়।