ইস্তাম্বুলের মেয়রইমামগলু গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের জেরে তুরস্কের বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন তুরস্কের বড় শহর ইস্তাম্বুল এবং রাজধানী আংকারার পাশাপাশি একাধিক শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জনশৃঙ্খলা ব্যহত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোনো ধরনের উস্কানি এবং অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে গত বুধবার ইমামোলগুকে গ্রেপ্তার করার পরই থেকে প্রায় ১০ হাজারের বেশি তুর্কি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ইমামোলগু। যিনি জনমত জরিপে এরদোগানকে ছাড়িয়ে গেছেন।