মার্কিন যুক্তরাষ্ট্রের ডিমের বাজার ঊর্ধ্বমুখী। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে দেশটি কৃষি মন্ত্রী ব্ৰুক রোলেন্স। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বল্প মেয়াদে কয়েকশো মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।
গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে এবং ২০২৫ সালের মধ্যে আরও ৪১ শতাংশ বাড়ার আশঙ্কা করা হয়েছে। এই অবস্থার জন্য মূলত পাখির ফ্লু (এইচএন৫এ১ ভাইরাস) মহামারিকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোলট্রিশিল্পের ব্যাপক ক্ষতি করেছে। এ পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা গেছে, যার ফলে ডিমের সরবরাহ কমে গেছে ও অসহনীয় মাত্রায় দাম বেড়েছে।
বিদেশ থেকে ডিম আমদানি ছাড়াও ডিমের দাম কমানোর জন্য ট্রাম্প প্রশাসন ১ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে-খামারে ফ্লুজাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে দেওয়া হয়েছে ১০০ মিলিয়ন ডলার, কৃষকদের আর্থিক সহায়তায় দেওয়া হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।