ভিয়েতন থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি দিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার জাহাজ চট্টগ্রামে পৌঁছায়। জিটুজি যুক্তির আওতায় ভিয়েতনাম থেকে তৃতীয় চালনের আতপ চাল নিয়ে করেডিনারেস শিপ বন্দরে নোঙ্গর করে।
৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট ৩০ হাজার তিনশত মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।