সুদানের রাজধানী খাতুরমে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পর শনিবার কেন্দ্রীয় ব্যাংক দখল নিয়েছে সেনারা। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন আমাদের বাহিনী আরো সাফল্য অর্জন করেছে। এ সময় শত শত মিলিশিয়া সদস্যকে নির্মূল করা হয়েছে।
২০১৯ সালে সাবেক রাষ্ট্রনায়ক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন। ২০২১ সাল থেকে সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহানই কার্যত সুদানের শাসক হিসেবে বিবেচিত হচ্ছেন। তার ডেপুটির দায়িত্বে রয়েছেন আরএসএফ-এর প্রধান জেনারেল মুহাম্মদ হামদান দাগালো এরপর থেকে সামরিক ও আধাসামরিক দুই বাহিনী মিলে সুদানের শাসনভার সামলাচ্ছিল। তবে এক পর্যায়ে আধাসামরিক বাহিনী আরএসএফকে মূল সামরিক বাহিনীতে অন্তর্ভূক্তি করে নেয়ার প্রস্তাব দেন জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান।