খুলনার ১৩ খাদা ইউনিয়নের এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩০/৩২ বছর। ঘটনাস্থল নড়াইল-তেরখাদার সীমান্তবর্তী এলাকায়; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নড়াইল জেলার কোথাও হত্যাকাণ্ডের পর নিহতের লাশ তেরখাদা থানা এলাকার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।