ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এ নিয়ে গাঁজায় নিহত সংখ্যা প্রায় ৪৯ হাজার ৭শ ছাড়িয়েছে। রবিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
নিহত ৩৪ জনের মধ্যে ৯ ফিলিস্তিনি গাজা সিটির তুফাহ এলাকার বাসিন্দা। এছাড়াও ২জন জেইতুন এলাকায়, ২ জন নেটজারিম করিডোরের কাছে আল-মোগরাকা এলাকায়, ৬ জন বেইত লাহিয়ায়, একজন দেইর এল-বালাহ’তে এবং ২ জন খান ইউনিসের বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটিতে আরও ৭ লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এই হামলার ফলে সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালায়। এতে ৭ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে।