গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ির পক্ষ থেকে স্ত্রী সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নাজমুল স্ত্রী ও চার বছরের সন্তান নাদিয়াকে নিয়ে দেওয়ান বাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে ঘর জামাই ছিল। স্ত্রী স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করত। শনিবার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে এগারোটার দিকে মাদকাসক্ত নাজমুল ঘুমন্ত স্ত্রী খাদিজাকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ৪ বছরের সন্তান নাদিয়াকেও একইভাবে হত্যা করে। এরপর নিজে ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
ঘরের ভেতর থেকে কোনো সাড়া না আসায় নাজমুলের শ্বশুড় ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে দেখা যায় নাজমুলের স্ত্রী ও চার বছর বয়সী সন্তানের নিথর মরদেহ। এরপর তারা পুলিশে খবর দেয়।