পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছে সফরকারি পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। ৪৪ রানে টিম শেইফার্ট, হারিসের বলে আউট হলে ভাঙ্গে পার্টনারশিপ। তার দ্বিতীয় শিকার ২৪ রান করা মার্ক চ্যাপম্যান। অর্ধশতক হাকিয়ে সাজঘরের পথ দেখেন ফিন অ্যালেন। ২৯ রানে করে হারিসের তৃতীয় শিকার ডেরিল মিচেল। শেষদিকে অধিনায়ক ব্রেসওয়েলের ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের সংগ্রহ পায় কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারায় সালমান আগার দল। ২৪ রান করে ফেরেন ইরফান খান। এরপরে তাসের ঘরের মত পড়তে থাকে পাকিস্তানের উইকেট। শেষ দিকে আবদুল সামাদের ৪৪ রান কেবল কমায় হারের ব্যবধান। স্বাগতিকদের হয়ে ২০ রানে ৪ উইকেট পান জ্যাকব ডাফি। এছাড়া ৩টি উইকেট পান জাকারি ফোকস।